আওয়ামী লীগ একদলীয় শাসনের পথে হাঁটছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সচেতনভাবে উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসনের পথে হাঁটছে।
ক্ষমতাসীন দলটি সুপরিকল্পিতভাবে রাজনীতির পরিবেশ নষ্ট করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে শুধু বিএনপি নয়, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে বলেও মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নেত্রীর জ্বর নিয়ন্ত্রণে রয়েছে। আশা করা হচ্ছে, আগামী দুই-একদিনের মধ্যেই তা সেরে যাবে।’
Comments