ফাইজারের টিকা আসতে ১০ থেকে ১২ দিনের মতো দেরি হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

ফাইজারের ভ্যাকসিন আজ বাংলাদেশ পাচ্ছে না। এটি পেতে কিছুটা দেরি হতে পারে। আগামী ১০ থেকে ১২ দিনের মতো লেগে যেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মো. রোবেদ আমিন।
Robed-Amin
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মো. রোবেদ আমিন। ছবি: সংগৃহীত

ফাইজারের ভ্যাকসিন আজ বাংলাদেশ পাচ্ছে না। এটি পেতে কিছুটা দেরি হতে পারে। আগামী ১০ থেকে ১২ দিনের মতো লেগে যেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মো. রোবেদ আমিন।

আজ রোববার দুপুরে ভার্চুয়াল বিফ্রিংয়ে তিনি এ কথা জানান। রোবেদ আমিন বলেন, ‘প্রথম যে ফাইজারের ভ্যাকসিনের চালান আনা হচ্ছে তার সংখ্যা হলো এক লাখ ছয় হাজার। এই ভ্যাকসিন আসার পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এই ভ্যাকসিন কীভাবে দেওয়া হবে, কাকে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কারণ ফাইজারের ভ্যাকসিনটি অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত হিমায়িত অবস্থা ছাড়া এটি রাখাও যায় না। ফলে ভ্যাকসিনটি আমাদের কাছে আনার পরেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো, কখন-কাকে এই ভ্যাকসিন দেওয়া হবে।’

Comments