হরিয়ানায় ব্ল্যাক ফাঙ্গাসে ৫০ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৬৫০

ভারতের হরিয়ানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫০ জন মারা গেছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৫০ জন। রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

ভারতের হরিয়ানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫০ জন মারা গেছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৫০ জন। রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত হরিয়ানায় ৭৫০ জনেরও বেশি মানুষের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

রবিবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকার ব্ল্যাক ফাঙ্গাসের চিকিত্সার জন্য ব্যবহৃত ইনজেকশন কিনেছে। এগুলো সরকারি হাসপাতালে ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা ছয় হাজার ইনজেকশন পেয়েছি। আগামী দুদিনে আরও দুই হাজার পাবো। এ ছাড়া, আরও পাঁচ হাজার অর্ডার দেওয়া হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজগুলোতে শয্যা সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৭৫ করার নির্দেশ দেন।

এছাড়াও তিনি কর্মকর্তাদের এই রোগে আক্রান্তদের জন্য দ্রুত প্রয়োজনীয় ওষুধ সরবরাহের নির্দেশ দেন।

গত দুই সপ্তাহ ধরে হরিয়ানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ভিজ জানান, রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ড্রাগ অ্যামফোটেরিসিন-বি এর ১২ হাজার ইনজেকশন সংগ্রহ করেছে।

Comments

The Daily Star  | English

Rab arrests ex-DMP chief Asaduzzaman

Rapid Action Battalion last night arrested the former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia at Mohakhali in the capital.

1h ago