ভারতে তরুণী নির্যাতনে গ্রেপ্তার দুই জনের বাড়ি যশোরে
ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার দুই জনের বাড়ি যশোরে।
সম্প্রতি ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত আলামিন ও তানিয়াকে সনাক্ত করে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা।
আলামিনের বাড়ি যশোরের চাঁচড়া মধ্যপাড়া এলাকায় ও তানিয়ার বাড়ি অভয়নগর উপজেলার নওয়াপাড়ায়।
আলামিনের বাড়ির পরিবারের সদস্যরা তাকে সনাক্ত করলেও তাদের দাবি, আট মাস আগে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, গত ২১ মে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃত সবাই বাংলাদেশি বলে উল্লেখ করা হয়।
এই ঘটনায় বাংলাদেশের হাতিরঝিল থানায়ও মানবপাচার ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, আলামিন (২৪) যশোরের চাঁচড়া মধ্যপাড়া এলাকার মনু মিয়ার ছেলে।
আলামিনের বাবা মনু মিয়া বলেন, আলামিন বিভিন্ন স্থান থেকে লোকজন এনে ঘরে বসে ইয়াবা খেতো। যে কারণে আট মাস আগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। শুনেছি আলামিন ইন্ডিয়া গেছে সেখানে সে কি করছে জানি না।
আলামিনের স্ত্রী শারমিন বলেন, এ ঘটনার পর জানতে পেরেছি সে তানিয়াকে স্ত্রীর পরিচয়ে ভারতে নিয়ে গেছে।
চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম আহমেদ বলেন, আলামিনের উশৃঙ্খলতার কারণে একবার এলাকাছাড়া করা হয় তাকে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, আমি নির্যাতনের ঘটনাটি শুনেছি। তবে এর সাথে আমার এলাকার কেউ জড়িত কিনা জানা নেই। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
আরও পড়ুন-
তরুণীকে ধর্ষণ-নির্যাতন: বেঙ্গালুরু থেকে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ
টিকটকে সক্রিয় আন্তর্জাতিক নারী পাচার চক্র: পুলিশ
Comments