ভারতে ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত ১৫২৭৩৪, মৃত্যু ৩১২৮
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন হাজার ১২৮ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে তিন লাখ ২৯ হাজার ১০০ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক লাখ ৫২ হাজার ৭৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। যা গত ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৫৩৪ জন।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২০ লাখ ৬৩ হাজার ৮৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই লাখ ৩৮ হাজার ২২ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৫৬ লাখ ৯২ হাজার ৩৪২ জন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোট সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬০০ জনকে শনাক্ত হয়েছে। এ ছাড়াও, কর্ণাটকে ২০ হাজার ৩৭৮ জন, কেরালায় ১৯ হাজার ৮৯৪ জন, তামিলনাড়ুতে ২৯ হাজার ৮৬৪ জন, উত্তর প্রদেশে এক হাজার ৬৪ জন, অন্ধ্রপ্রদেশে ১৩ হাজার ৪০০ জন, দিল্লিতে ৯৪৬ জন, পশ্চিমবঙ্গে ১১ হাজার ২৮৪ জন, ছত্তিশগড়ে এক হাজার ৬৫৫ জন ও রাজস্থানে দুই হাজার ২৯৮ জনকে শনাক্ত করা হয়েছে।
Comments