বৃষ্টিতে স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ

ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকাল থেকেই প্রবল বৃষ্টি। তাতে মাঠগুলো যেন ছোট একটা জলরাশিতে পরিণত হয়েছে। ফলে বাধ্য হয়েই দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। নতুন সূচিতে আগামী বৃহস্পতিবার (৩ জুন) থেকে আসর পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন।

অবশ্য আগের দিন সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর প্রথম দিনই হানা দিয়েছিল বৃষ্টি। যে কারণে বিকেএসপিতে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়। কিন্তু দ্বিতীয় রাউন্ডের দিনে ১ জুন ভোর থেকে ঢাকায় প্রবল বৃষ্টি হলে মাঠে গড়াতে পারেনি পারেনি একটি ম্যাচও।

প্রবল বৃষ্টিতে বিকেএসপির মাঠগুলোর অবস্থা একটু বেশিই খারাপ হয়েছে। পুরো মাঠই পানিতে তলিয়ে গেছে। মাঝে দ্বীপের মতো কেবল জেগে আছে উইকেট। মিরপুর স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হলেও বিকেএসপিতে ততোটা উন্নত নয়। তাই বিকেএসপিতে ম্যাচ আয়োজন প্রায় অসম্ভব। বাধ্য হয়েই এদিনের ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম।

এক বিবৃতিতে সিসিডিএম সদস্য সচিব বলেছেন, 'বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই খেলাগুলো হবে তৃতীয় রাউন্ডের খেলার দিন (৩ জুন)। প্রত্যেক রাউন্ডের খেলা একদিন করে পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ তৃতীয় রাউন্ডের খেলার জায়গায় হবে দ্বিতীয় রাউন্ড, আর চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ড।'

মঙ্গলবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর-খেলাঘর, বিকেএসপিতে রূপগঞ্জ-ব্রাদার্স ও আবাহনী-ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হওয়ার কথা ছিল। দিনের দ্বিতীয় ম্যাচে বিকেলে মিরপুরে শেখ জামাল-গাজী গ্রুপ এবং বিকেএসপির দুটি মাঠে প্রাইম ব্যাংক-শাইনপুকুর ও মোহামেডান-পারটেক্সের ম্যাচ হওয়ার কথা ছিল। সবগুলো ম্যাচই এখন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে কয়েক দফা স্থগিতের পর আগের দিনই শুরু হয়ে প্রিমিয়ার লিগ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দ্রুত আসর শেষ করার লক্ষ্যে সংস্করণ বদলে খেলা হয় টি-টোয়েন্টিতে। প্রথম দফায় পাঁচ রাউন্ডের সূচি দিয়েছিল বিসিবি। মিরপুর ও বিকেএসপির তিনটি ভেন্যুতে প্রতিদিন ছয়টি করে ম্যাচ হওয়ার কথা।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

50m ago