পাল্টে গেল সূচি, মিরপুরে প্রতিদিন তিনটি করে ম্যাচ

সিসিডিএমের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, সূচিতে বদল আনা হয়েছে।
bksp

প্রবল বর্ষণে বিকেএসপির মাঠগুলো চেনা দায়! রূপ নেয় জলরাশিতে। এমন পরিস্থিতিতে বিকেএসপির দুই মাঠে আপাতত খেলা হবে না। পরিবর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী চারদিন অনুষ্ঠিত হবে তিনটি করে ম্যাচ। অর্থাৎ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) মঙ্গলবার সকালে যে সিদ্ধান্ত দিয়েছিল, তা পাল্টে গেছে সন্ধ্যায়।

এদিন তিনটি মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। মিরপুরের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হলেও বিকেএসপিতে ততটা উন্নত নয়। সেখানকার মাঠগুলোর অবস্থা বেশ খারাপ। পুরো মাঠই পানিতে তলিয়ে যায়। 

সকালে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন জানান, প্রিমিয়ার লিগের ম্যাচগুলো এক রাউন্ড করে পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ তৃতীয় রাউন্ডের জায়গায় হবে দ্বিতীয় রাউন্ড, আর চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ড।

তবে সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিডিএমের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, সূচিতে বদল আনা হয়েছে। আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত বিকেএসপিতে হবে না কোনো ম্যাচ। এই চারদিনে মোট ১২টি ম্যাচ গড়াবে মিরপুরে। বিসিবি ও ক্লাবগুলোর সঙ্গে কথা বলে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

দিনের প্রথম ম্যাচ শুরু হবে সকাল নয়টায়, দ্বিতীয়টি দুপুর দেড়টায় ও শেষটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায়।

প্রিমিয়ার লিগ মাঠে গড়িয়েছে আগের দিন। উদ্বোধনী দিনেও হানা দিয়েছিল বৃষ্টি। যে কারণে বিকেএসপিতে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়। তাছাড়া, আরও দুটি ম্যাচের দৈর্ঘ্য কমে আসে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে কয়েক দফা স্থগিতের পর অবশেষে শুরু হয়েছে প্রিমিয়ার লিগ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ও দ্রুত আসর শেষ করার লক্ষ্যে সংস্করণ বদলে গেছে। ওয়ানডে নয়, খেলা হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago