কোভ্যাক্সের আওতায় রোহিঙ্গাদের টিকা দেওয়ার আহ্বান ইউএনএইচসিআর'র

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কোভ্যাক্স সুবিধার আওতায় শিগগির করোনা টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইসসিআর)। আজ মঙ্গলবার সংস্থাটির এক বিবৃতিতে এই আহবান জানানো হয়।
প্রতীকী ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কোভ্যাক্স সুবিধার আওতায় শিগগির করোনা টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইসসিআর)। আজ মঙ্গলবার সংস্থাটির এক বিবৃতিতে এই আহবান জানানো হয়। 

বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে উল্লেখ করে বিবৃতিতে বাংলাদেশ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শিগগির টিকা দেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়।

করোনা টিকার সংকট সম্পর্কে সতর্ক ও বিশ্বব্যাপী টিকার প্রাপ্তি নিশ্চিতে দ্রুত কোভ্যাক্স উদ্যোগকে সহায়তার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘উন্নয়নশীল দেশগুলোতে ভাইরাসের প্রভাব কমানো ও জীবন বাঁচানো খুবই জটিল। এসব দেশে প্রায় আট কোটিরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। বিশ্বের কোভিড-১৯ ভ্যাকসিন সুবিধার সামান্য অংশই এখন পর্যন্ত তারা পেয়েছে।’

এতে বলা হয়, সবচেয়ে বড় ও জনবহুল ক্যাম্প হিসেবে বাংলাদেশের কক্সবাজারে প্রায় নয় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। গত ৩১ মে পর্যন্ত সেখানে এক হাজার ১৮৮ জন রোহিঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের অর্ধেকই আক্রান্ত হয়েছে গত মাসে।

‘এছাড়া নেপাল, ইরান, পাকিস্তান, থ্যাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে উদ্বেগজনক হারে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধের প্রচেষ্টা হিসেবে তাদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নিতে হবে,’ বিবৃতিতে বলা হয়।

ইউএনএইসসিআর জানায়, নেপালে আশ্রয় নেওয়া শরণার্থীরা ইতোমধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় টিকা নিয়েছেন। তবে বাংলাদেশে টিকা সংকটের কারণে সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এক ডোজও টিকা দেওয়া হয়নি।

যেসব দেশে অতিরিক্ত ভ্যাকসিন রয়েছে তাদের কোভ্যাক্স প্রকল্পে ভ্যাকসিন সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে ইউএনএইচআরসি উৎপাদনকারীদেরও কোভ্যাক্স প্রকল্পে ভ্যাকসিন সহায়তা করতে আহ্বান জানিয়েছে। 

বিশ্বের সব অঞ্চলে টিকা সহজলভ্য হলে করোনাভাইরাস প্রতিরোধ সম্ভব হবে উল্লেখ করে ইউএনএইচআরসি জানায়, কোনো ব্যক্তিই করোনাভাইরাস মোকাবিলার বৈশ্বিক প্রচেষ্টার আওতার বাইরে থাকবে না। 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago