আশুলিয়ায় একটি বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ ৬
ঢাকার আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডের একটি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
দগ্ধরা হলেন— আউয়াল ইসলাম (৩৫), তার স্ত্রী রেনু বেগম (২৮) ও মেয়ে আরফিয়া (৯), আ. হাকিম (৩৫), তার স্ত্রী আদুরী খাতুন (৩০) এবং আফরোজা বেগম (৪০)।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রেনু বেগম ডেইলি স্টারকে জানিয়েছেন, তারা স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। গত পাঁচ মাস ধরে ওই বাসায় ভাড়া থাকেন। তার মেয়ে আরফিয়া একটি মাদ্রাসায় পড়ে। ভোরে হঠাৎ ঘুম ভেঙে দেখতে পান, তার শরীরে এবং বাসার ভেতরে আগুন জ্বলছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছু জানাতে পারেননি।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তাদের সবারই হাত-মুখসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।
ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ডেইলি স্টারকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ছয় জন দগ্ধ হয়েছেন।’
Comments