নবোদয় হাউসিংয়ে দগ্ধ ছেলে মারা যাওয়ার ১ দিন পরে বাবার মৃত্যু
রাজধানীর মোহম্মদপুর এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ তিন জনের মধ্যে এবার বাবা মো. সোহেল (৩৫) মারা গেছেন।
আজ বুধবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩০ মে চিকিৎসাধীন অবস্থায় সোহেলের দুই বছর বয়সী ছেলে মোরসালিনের মৃত্যু হয়।
ডা. পার্থ শংকর পাল আরও বলেন, ‘আজ ভোররাত ১টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। সোহেলের স্ত্রী লাবণী আক্তার হাওয়া (২৫) ৩০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।’
মো. সোহেল মোহাম্মদপুরের নবোদয় হাউসিং সোসাইটিতে একটি টিনসেড বাসায় সপরিবারে বসবাস করতেন। গত শনিবার ভোররাত পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডে সোহেল, তার স্ত্রী ও সন্তান দগ্ধ হন। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোহেলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
আরও পড়ুন
মোহাম্মদপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, মারা গেছে অগ্নিদগ্ধ শিশু মোরসালিন
মোহাম্মদপুরে শিশুসহ একই পরিবারে দগ্ধ ৩
Comments