ব্রিটিশ এমপি আলোক শর্মা ঢাকায়

Alok Sharma in Dhaka
ব্রিটিশ এমপি ও বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ২৬ এর প্রেসিডেন্ট আলোক শর্মাকে (বামে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার। ২ জুন ২০২১। ছবি: সংগৃহীত

ব্রিটিশ এমপি ও বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ২৬ এর প্রেসিডেন্ট আলোক শর্মা দুই দিনের সফরে আজ বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্রিটিশ এমপিকে সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।

আলোক শর্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ছাড়াও পররাষ্ট্র মন্ত্রী, পরিবেশ মন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

আগামীকাল বৃহস্পতিবার তার বিশ্বের বৃহত্তম একক প্যারাবন সুন্দরবন যাওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাওয়া কপ২৬ সম্মেলনের আগে আলোক শর্মা জলবায়ু সংক্রান্ত কর্মসূচির পক্ষে জোর সমর্থনের জন্যে কাজ করে যাচ্ছেন।

Comments

The Daily Star  | English
Dr Iftekharuzzaman

External forces must not interfere with the media

Dr Iftekharuzzaman, executive director of Transparency International Bangladesh (TIB), speaks with Naznin Tithi of The Daily Star

10h ago