ওমানে বাংলাদেশ থেকে প্রবেশ নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে
ওমানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১২ দেশ থেকে প্রবেশ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। এ ছাড়া, নতুন তিনটি দেশকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। আগামী ৫ জুন দুপুর ২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
একইসঙ্গে দেশটিতে মসজিদ খোলার অনুমতি, বাণিজ্যিক প্রতিষ্ঠানের রাত্রিকালীন বন্ধ রাখার নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বেশ কিছু বিধি-নিষেধ শিথিল করা হয়েছে।
ওমানের কোভিড-১৯ প্রতিরোধে নিয়োজিত সুপ্রিম কমিটির বুধবারের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনে জারিকৃত বিবৃতির বরাতে জানানো হয়, ‘সুপ্রিম কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুক্তরাজ্য, সুদান, ব্রাজিল , নাইজেরিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ফিলিপাইন, তানজানিয়া, সিয়েরালিওন, ইথিওপিয়া থেকে ওমানে প্রবেশের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে। এ ছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম থেকেও প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’
সুপ্রিম কমিটি এসব দেশে ওমানের নাগরিকদের ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে।
Comments