হালদায় দ্বিতীয় ধাপে ডিম দিয়েছে মা মাছ
আবারও ডিম সংগ্রহ শুরু হয়েছে কার্প জাতীয় মাছের সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র হালদা নদীতে। পাঁচদিন পর আজ বুধবার থেকে দ্বিতীয় ধাপে ডিম দেওয়া শুরু করেছে মা মাছ।
গত সপ্তাহে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নদীতে লবণাক্ত পানি প্রবেশ করে। এতে সেখানকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ায় ডিম ছাড়া শুরু হলেও খুব কম পরিমাণে ডিম সংগ্রহ করা যায়।
গত বছর হালদা থেকে ২৫ হাজার ৫৩৬ কেজির মতো ডিম সংগ্রহ করা হয়। যা ২০০৬ সালের পর থেকে সবচেয়ে বেশি।
তবে, এ বছরের গত ২৭ মে প্রজনন শুরু হলেও নদীর পানিতে বেশি লবণাক্ততা, ভারি বৃষ্টি ও বজ্রপাত না হওয়া এবং পাহাড়ি ঢলের অভাবে মাত্র ছয় হাজার ৫০০ কেজি ডিম সংগ্রহ করা হয়।
এ বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া দ্য ডেইলি স্টারকে জানান, প্রথমবারের প্রজননে খুব কম পরিমাণে ডিম সংগৃহীত হওয়ার পর, আশা করছিলেন মা মাছেরা আরেক ধাপে ডিম দেবে।
তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে প্রচণ্ড বজ্র ও বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে আজ বিকাল ৪টা থেকে মা মাছেরা আবারও ডিম দিতে শুরু করেছে।’
তিনি জানান, আজ হালদা নদীর বিভিন্ন স্থানে প্রায় হাজার খানেক ডিম সংগ্রহকারী নদীতে নেমে ডিম সংগ্রহ করেছেন।
Comments