‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড তৈরিতে অটোমোবাইল শিল্পে ১০ বছর কর অব্যাহতি

স্টার অনলাইন গ্রাফিকস

মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠায় দেশে মেগা শিল্পের বিকাশ ও আমদানি বিকল্প শিল্পোৎপাদন বাড়াতে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে অটোমোবাইলের মতো ভারি প্রকৌশল শিল্পে ১০ বছর মেয়াদি কর অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে তিনি এই প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেছেন, ‘মেগা শিল্পের বিকাশ এবং আমদানি বিকল্প শিল্পোৎপাদনকে ত্বরান্বিত করার স্বার্থে “মেড ইন বাংলাদেশ” ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে বাংলাদেশে অটোমোবাইল- থ্রি হুইলার ও ফোর হুইলার উৎপাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে আরও ১০ বছর মেয়াদে কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।’

এছাড়া হালকা শিল্পের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘কতিপয় হোম অ্যাপ্লায়েন্স ও কিচেন অ্যাপ্লায়েন্সেস পণ্য এবং হালকা প্রকৌশল শিল্পপণ্যের উৎপাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে ১০ বছর মেয়াদি কর অব্যহতি প্রদানের প্রস্তাব করছি।’

আরও পড়ুন:

করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষা খাতে বরাদ্দ ৫৫৫১ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা

করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ

প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে

নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি

আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব

এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে

কৃষি শিল্পায়ন ও উদ্যোক্তা তৈরিতে ১০ বছর কর অব্যাহতি

দাম বাড়তে পারে, কমতে পারে

সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

56m ago