এক ব্যক্তির কোম্পানির করপোরেট করহার কমে ২৫ শতাংশ

আগামী অর্থবছর থেকে এক ব্যক্তির কোম্পানি আইন কার্যকর হতে পারে। এ ধরনের কোম্পানিগুলোর জন্য ২৫ শতাংশ করপোরেট কর ধার্য করা হয়েছে।
আগে এই করের হার ছিল ৩২ দশমিক ৫ শতাংশ।
একাদশ জাতীয় সংসদে চলমান ত্রয়োদশ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় অধিবেশন শুরুর পর তিনি বাজেট উপস্থাপন শুরু করেন।
আগামী অর্থবছরের জন্য তিনি ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করছেন। এটি বাংলাদেশের ৫০তম, আওয়ামী লীগের ২১তম ও বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট ঘোষণা।
আরও পড়ুন:
করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষা খাতে বরাদ্দ ৫৫৫১ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা
করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ
প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে
নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি
আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব
এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে
Comments