বাজেট ২০২১-২২: ই-জুডিসিয়ারি বাস্তবায়নের প্রস্তাব
দেশের বিচার বিভাগে গতিশীলতা আনতে প্রস্তাবিত বাজেটে ই-জুডিসিয়ারি বাস্তবায়নের সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন তিনি এই প্রস্তাব করেন।
অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরের (২০২১-২২ সালের) প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
তিনি বলেন, ‘ই-জুডিসিয়ারি প্রকল্পের আওতায় সারা দেশের বিচার ব্যবস্থা ডিজিটাইজড করা হবে। দেশের প্রতিটি আদালত হবে একেকটি ই-কোর্ট। আসামিদের আদালতে হাজির না করেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি পরিচালনা করা হবে। সুপ্রিম কোর্ট এবং অধিনস্ত আদালতকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। বিচারাধীন মামলার সর্বশেষ অবস্থা সংক্রান্ত তথ্য, শুনানির পরবর্তী তারিখ এবং পূর্ণাঙ্গ রায় নিয়মিতভাবে ওয়েবসাইটে আপলোড করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে বিচার প্রত্যাশীরা উপকৃত হবেন।’
আগামী অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। এটি তার তৃতীয় বাজেট ঘোষণা। প্রস্তাবিত এই বাজেটে ঘাটতি ধরা হয়েছে জিডিপির ছয় দশমিক দুই শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তিন লাখ ৩০ হাজার কোটি ধরা হয়েছে।
আরও পড়ুন:
মাথাপিছু আয় এখন ২২২৭ মার্কিন ডলার
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা
করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ
প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে
নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি
আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব
এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে
Comments