জমি অধিগ্রহণে জালিয়াতি নিয়ে উপসচিব, অতিরিক্ত পুলিশ সুপারসহ ৮ জনকে নোটিশ দুদকের
কক্সবাজারের দুটি প্রকল্পে জমি অধিগ্রহণে জালিয়াতির বিষয়ে বক্তব্য জানতে চেয়ে এক উপসচিব, অতিরিক্ত পুলিশ সুপার, দুই জন সিনিয়র সহকারী সচিবসহ আট জনকে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চলতি বছরের মে এবং জুনের ভিন্ন ভিন্ন তারিখে এসব নোটিশ জারি করা হয়েছিল।
দুদক সূত্র জানায়, জালিয়াতির সময় এসব কর্মকর্তারা প্রকল্প পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।
দ্য ডেইলি স্টার যে নোটিশ কপিটি পেয়েছে, তাতে আশরাফুল আফসারের নাম পাওয়া গেছে, যিনি বর্তমানে উপসচিব হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত। পূর্বে তিনি কক্সবাজার জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেব কর্মরত ছিলেন।
একই নোটিশ মো. মনিরুজ্জামানকেও দেওয়া হয়েছে। যিনি বর্তমানে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করছেন। আগে তিনি কক্সবাজারে পিবিআই-এর জন্য একটি প্রশাসনিক অফিস নির্মাণের প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন।
দুদকের নোটিশ প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে আরও আছেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শাহজাহান আলী সরকার। তিনি এর আগে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত এ এইচ এম মাহফুজুর রহমান। যিনি আগে কক্সবাজার সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন।
দুদক যাদের নোটিশ দিয়েছে তাদের মধ্যে দুই প্রাক্তন জমি অধিগ্রহণ কর্মকর্তা আছেন। যারা এখন পটুয়াখালী সদর এবং লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।
এ ছাড়া, কক্সবাজারের ভূমি অফিসের দুই উপ-সহকারী কর্মকর্তাকে তাদের বক্তব্য জানাতে দুদকের অফিসে হাজির হতে বলা হয়েছে।
দ্য ডেইলি স্টার সম্প্রতি পিবিআই প্রকল্পে জমি অধিগ্রহণ জালিয়াতির বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। যেখানে ১৫ জন ভুয়া মালিককে ২৯ কোটি টাকা দেওয়ার বিষয়টি উঠে আসে।
আরও পড়ুন:
Comments