খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক সবুর রানা কারাগারে
খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক এম এ সবুর রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত ২০ এপ্রিল খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেকের দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হলো।
আজ বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এম এ সবুর রানা জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী বেলাল হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘জামিনের জন্য আবেদন করলে নিম্ন আদালতে না মঞ্জুর করেছেন। তিনি এ জন্য উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন।’
এম এ সবুব রানা বাগেরহাটের রামপাল উপজেলার সিংগড় ঘুনিয়ার মৃত ডা. আজিজ মোল্লার ছেলে। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি ও রামপাল প্রেসক্লাবের সভাপতি।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল এনটিভি’র খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সির ব্যবহৃত ফেসবুক আইডি থেকে খুলনা সিটি মেয়রের নাম উল্লেখ করে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যে কারণে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। ওই ঘটনার পরে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক ২০ এপ্রিল খুলনা থানায় দু’জন সাংবাদিকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই দিন রাতে এনটিভি খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। ২১ দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হন।
বৃহস্পতিবার এ মামলার অপর আসামি সাংবাদিক এম এ সবুর রানা জামিনের জন্য আদালতে হাজির হন। তবে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শাহীদুল ইসলাম তার আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
আরও পড়ুন:
পাটকল শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন রুহুল আমিন
সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখা রুহুল আমিন
রাতে তুলে নেওয়া এক বাম নেতাকে সকালে গ্রেপ্তার দেখালো পুলিশ
খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার রুহুল আমিনের জামিন নামঞ্জুর
খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার রুহুল আমিনের জামিন আবেদন আবারও নামঞ্জুর
Comments