বাংলাদেশ, নেপালে টিকা সরবরাহ নিয়ে আলোচনার এখন উপযুক্ত সময় নয়: ভারত
এখনই বাংলাদেশ ও নেপালের সঙ্গে টিকা সরবরাহের ব্যাপারে কথা বলা উচিত হবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।
আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ভারত এই দুই দেশে টিকা সরবরাহ শুরু করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত দেশীয় চাহিদা মেটানোর জন্য উৎপাদন বাড়াতে শুরু করেছে। এই সময়ে বাংলাদেশ ও নেপালের সঙ্গে কোভিড -১৯ ভ্যাকসিন সরবরাহের বিষয়ে কথা বলা উচিত হবে না।’
যুক্তরাষ্ট্র থেকে ভারতে ভ্যাকসিন সরবরাহ করা হবে কিনা জানতে চাইলে বাগচী বলেন, ‘ভ্যাকসিন সহজলভ্য করতে ভারত সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটি দেশের অভ্যন্তরে উত্পাদন বাড়ানো হোক কিংবা বিদেশ থেকে সরবরাহের মাধ্যমেই হোক।’
সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্র সফর করেছেন। সফরকালে তিনি কোভিড -১৯ ভ্যাকসিনের বিষয়টি উত্থাপন করেন।
বাগচী বলেন, ‘ভারতে ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান ও কাঁচামাল সহজেই পাওয়া যায় কিনা তা নিশ্চিত করতে মার্কিন প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।'
তিনি আরও বলেন, ‘ভ্যাকসিনের প্রচেষ্টা ত্বরান্বিত করে বিশ্বব্যাপী মহামারি মোকাবিলা করা আমাদের পারস্পরিক আগ্রহের মধ্যে রয়েছে।’
Comments