১৩ জুনের মধ্যে আরও ৬ লাখ ডোজ টিকা পাঠাতে চায় চীন
উপহার হিসেবে দ্বিতীয় চালানে সিনোফার্মের আরও ছয় লাখ ডোজ ভ্যাকসিন আগামী ১৩ জুনের মধ্যে পাঠাতে চায় চীন।
আজ শনিবার ঢাকায় চীন দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এ তথ্য জানান। তিনি বলেন, ‘চীন সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে আরও ছয় লাখ ডোজ ভ্যাকসিন ১৩ জুনের মধ্যে পাঠানোর জন্যে প্রস্তুত রয়েছে।’
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চীনা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় চালানটি পাঠানো হবে।’
এর আগে, ১২ মে চীনের কাছ থেকে উপহার হিসেবে বাংলাদেশ পাঁচ লাখ সিনোফার্ম ভ্যাকসিন পেয়েছে। সরকার ইতোমধ্যে মেডিকেল শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে এই ডোজগুলো দেওয়া শুরু করেছে।
আরও পড়ুন:
আগামী সপ্তাহে ঢাকায় ফাইজার ভ্যাকসিন দেওয়া শুরু
সিনোফার্মের টিকার মূল্য প্রকাশে চীন বিরক্ত: চ্যানেল টুয়েন্টিফোরকে পররাষ্ট্রমন্ত্রী
Comments