ভোলায় সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু
ভোলা সদর উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে দুই জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।
আরও দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার পণ্ডিতের পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আমান উল্যাহ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসে দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন— মালেক ও জসিম। এ ছাড়া, শাহাবুদ্দিন ও কবিরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments