৫ বছরের জন্য ০.৫ শতাংশ উৎস কর অব্যাহত রাখার আহ্বান বিজিএমইএ'র
বিদ্যমান শূন্য দশমিক পাঁচ শতাংশ উৎস কর আগামী পাঁচ বছরের জন্য অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি সাধারণত প্রতি বছর বাজেটের আগে ও পরে উত্স কর কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনার দাবি করে।
আজ শনিবার বিজিএমইএ'র উত্তরা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবের প্রতিক্রিয়ায় সংগঠনটির নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
গত ৩ জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উৎস করের কোনও হারের কথা স্পষ্টভাবে উল্লেখ করেননি।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, 'উত্স করে পরিবর্তন এলে ব্যবসায়িক পরিকল্পনা বাধাগ্রস্ত হবে।'
'সুতরাং, আমরা বিদ্যমান শূন্য দশমিক পাঁচ শতাংশ উত্স কর অব্যাহত রাখার দাবি জানিয়েছি। দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনার জন্য উত্স কর একই থাকা ভাল,' যোগ করেন তিনি।
তিনি নন-কটন ফাইবার থেকে তৈরি পোশাক রপ্তানিতে ১০ শতাংশ নগদ প্রণোদনার দাবি জানিয়েছেন।
বিশ্ব বাজারের ৭৮ শতাংশ কৃত্রিম ফাইবারের পোশাক হলেও, বাংলাদেশের পোশাক রপ্তানি আয়ের প্রায় ৭৪ দশমিক ১৪ শতাংশ সুতা থেকে তৈরি পোশাক থেকে আসে।
Comments