বিধি-নিষেধের মেয়াদ ১৬ জুন পর্যন্ত বাড়ল

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধি-নিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ১৬ জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রোববার এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, এ সময়ে পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখতে হবে। বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এর মতো জনসমাবেশ হয় এমন সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত হোটেল খোলা রাখতে পারবে। এসময় খাদ্য বিক্রি ও সরবরাহ করা যাবে এবং আসন সংখ্যার অর্ধেক ক্রেতা হোটেলে বসে খেতে পারবেন।

এছাড়াও, পূর্ব ঘোষিত অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃজেলা সব ধরনের পরিবহন চলাচল এবং উচ্চ ঝুঁকি সম্পন্ন জেলার জেলা প্রশাসককে সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনাক্রমে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ মধ্যরাতে বিধি-নিষেধ শেষ হওয়ার কথা ছিল।

 

আরও পড়ুন:

বিধি-নিষেধের মেয়াদ ৬ জুন পর্যন্ত বাড়ল

বিধিনিষেধ বাড়ল ৩০ মে পর্যন্ত, অর্ধেক যাত্রী নিয়ে চলবে আন্তঃজেলা বাস

২৩ মে পর্যন্ত বিধি-নিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন, চলবে না দূরপাল্লার বাস-ট্রেন-লঞ্চ

২২-২৮ এপ্রিল ‘কঠোর’ লকডাউনবিধি-নিষেধ বাড়ছে ২৩ মে পর্যন্ত, প্রজ্ঞাপন কাল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিধি-নিষেধের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ল

বিধি-নিষেধের মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ল

Comments

The Daily Star  | English

Rising remittance provides a breather amid forex crisis

Remittance inflow has continued to rise for the past few months, providing a breather for a country facing multiple challenges, including external payment pressures amid dwindling foreign exchange reserves.

15h ago