বাগেরহাটে করোনা শনাক্তের হার ৫৮.১৬ শতাংশ

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় একজনের মৃত্যু হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ৯৮ জনের করোনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শতাংশের হিসেবে যা ৫৮ দশমিক ১৬ শতাংশ। এ সময় মারা গেছেন একজন। 

রবিবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন অফিস এসব তথ্য জানায়। 

এ নিয়ে বাগেরহাট জেলায় এ পর্যন্ত ১৭৫২ জন করোনায় আক্রান্ত হলেন। মারা গেছেন ৪৭ জন।

জেলা সদর হাসপাতালে বর্তমানে করোনায় আক্রান্ত ১৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

বাগেরহাট সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, ‘গত দশ দিন ধরে বাগেরহাটে করোনার সংক্রমণ বেড়েছে। এর মধ্যে মোংলা ও মোরেলগঞ্জে সবচেয়ে বেশি। সদরেও সংক্রমণের হার বেড়েছে। মোংলায় সংক্রমণের হার ৫২ শতাংশ এবং সদরে এটি ৪৫ শতাংশ। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে সব নিষেধাজ্ঞা কার্যকর করে সংক্রমণের হার কমানোর চেষ্টা করছি।’

 

 

Comments