চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ বাড়েনি, কমেওনি: ডা. সেব্রিনা ফ্লোরা
দেশের সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলায় করোনার সংক্রমণে ঊর্ধ্বগতির মধ্যে আজ চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি পরিদর্শনে এসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেছেন, কঠোরভাবে লকডাউন পালন হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ বাড়েনি, কমেওনি।
ডা. মীরজাদী এক দিনের সফরে আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। পরে পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে বিকেলে ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ডা. মীরজাদী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বিপজ্জনক হবে না। কোনো দেশের ভ্যারিয়েন্টই কিছু করতে পারবে না যদি সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেন। তবে সংক্রমণ অনেক বেশি বেড়ে গেলে সেটা দেশের জন্য অনেক বেশি চাপ। এতে নন কোভিড রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হয়।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জসহ সীমান্তবর্তী এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে যাত্রীদের মাধ্যমে সংক্রমণ এ দেশে ছড়িয়ে থাকতে পারে। তবে সপ্তাহভিত্তিক বিশ্লেষণে করোনা সংক্রমণ স্থিতিশীল অবস্থায় আছে।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে কঠোরভাবে লকডাউন পালন হচ্ছে। সেই কারণে সংক্রমণ বাড়েনি, কমেওনি। করোনাভাইরাস প্রতিরোধের একটাই উপায় সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা।
Comments