মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করছে দমকল বাহিনীর ১৮ ইউনিট
মহাখালীর সাততলা বাউন্ডারি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর ১৮টি ইউনিট।
দমকল বাহিনীর সদরদপ্তরের ডিউটি অফিসার কামরুল হসান দ্য ডেইলি স্টারকে বলেছেন, আজ সোমবার ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
স্থানীয়রা ডেইলি স্টারকে জানিয়েছেন, আজ ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে বস্তির মাঝখানে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এখানে বেশির ভাগ ঘর টিনের। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।
তাদের দাবি, আগুনে বস্তির আনুমানিক ৫০০ ঘর পুড়েছে ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ ডেইলি স্টারকে বলেন, ‘বস্তিতে আগুন লাগার কারণ বলাটা কঠিন। নানা কারণে এখানে আগুন লেগে থাকতে পারে। এখানে প্রায় প্রতিটি ঘরে গ্যাসের ব্যবস্থা আছে। গ্যাসের পাইপগুলো প্লাস্টিকের হওয়ায় সেগুলো আগুন ছড়াতে সাহায্য করেছে।’
‘আমরা আমাদের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করেছি যত কম ক্ষতির মধ্য দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা যায়,’ যোগ করেন তিনি।
Comments