নিবন্ধিতরা তালিকা অনুযায়ী ফাইজারের টিকা পাবেন
করোনার টিকার জন্য যারা নিবন্ধন করেছেন তারাই তালিকা অনুযায়ী ফাইজারের ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী আজ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, ফাইজারের টিকা ও সিনোফার্মের টিকা দুটোই চলমান থাকবে। ১৩ তারিখে সিনোফার্ম থেকে আরও ছয় লাখ টিকা আসবে। তখন থেকে (নিবন্ধন তালিকা অনুযায়ী) ফাইজারের টিকাদান কার্যক্রমও শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ রাতে ফাইজারের টিকার ডায়লুয়েন্ট আসবে। ঢাকায় চারটি টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘সিনোফার্মের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হচ্ছি, তারা যেন আপাতত আগামী তিন মাসে দেড় কোটি টিকা দেয়।’
সরকার সিনোভ্যাকের টিকা ক্রয় করবে কিনা এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা যদি আমাদের এখানে দিতে পারে এবং দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে তৈরি করতে পারে, তাহলে সে সুযোগও করে দেওয়া হবে।
আর রাশিয়ার স্পুতনিক-ভি টিকার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্রুতই রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে যাবে।
আরও পড়ুন:
দেশে পৌঁছেছে ফাইজারের ১.০৬ লাখ ডোজ ভ্যাকসিন
দেশে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন
Comments