ভারতে নারী পাচার: সাতক্ষীরা থেকে আরও ২ জন গ্রেপ্তার
ভারতে নারী পাচার চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। আজ সোমবার দুপুরে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন--আমিরুল ইসলাম (৩২) ও আবদুস সালাম মোল্লা (৩৬)।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক বিষয়টি দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতে পাচার হয়ে পালিয়ে দেশে ফেরার পর এক তরুণীর করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে এ মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ গ্রেপ্তার করা দুই আসামিকে ঢাকায় আনা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, নারী পাচারের ঘটনায় ভারতীয় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে যাদের বেশিরভাগ বাংলাদেশি। আর, বাংলাদেশে মানব পাচার চক্রের বিরুদ্ধে দুটি মামলায় পুলিশ এ পর্যন্ত নয় জনকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন:
ভারতে নারী পাচারকারী চক্রের ৩ সদস্য সাতক্ষীরায় গ্রেপ্তার
৫ বছরে ৫০০ তরুণী ভারতে পাচার, ‘মূল হোতা’ ‘বস রাফি’সহ গ্রেপ্তার ৪
পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে ভারতে গ্রেপ্তার ২ বাংলাদেশি আহত
তরুণীকে ধর্ষণ-নির্যাতন: বেঙ্গালুরু থেকে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ
Comments