সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ৫৯.৩৪ শতাংশ, উপসর্গ নিয়ে মৃত্যু ৪

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জনের বাড়ি সাতক্ষীরা শহরে, একজনের বাড়ি শ্যামনগর উপজেলায় ও একজনের বাড়ি সদর উপজেলার আগরাতলা এলাকায়।
স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জনের বাড়ি সাতক্ষীরা শহরে, একজনের বাড়ি শ্যামনগর উপজেলায় ও একজনের বাড়ি সদর উপজেলার আগরাতলা এলাকায়।

আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ১০৮ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৫৫১ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ১১২ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২৩ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

করোনা সংক্রমণের রাশ টানতে সাতক্ষীরায় লকডাউন ঘোষণা করা হলেও জনসমাগম বন্ধ করা যাচ্ছে না। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

জেলা সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়াত বলেন, ‘করোনা পরিস্থিতির যে হারে অবনতি হচ্ছে, তাতে কঠোর লকডাউনের বিকল্প নেই। কেবলমাত্র চিকিৎসা সেবা দিয়ে সাতক্ষীরায় করোনা মোকাবিলা করা সম্ভব হবে না।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago