খুমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। তারা সবাই কোভিড-১৯ পজিটিভ ছিলেন।
Corona Dead Body
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। তারা সবাই কোভিড-১৯ পজিটিভ ছিলেন।

আজ বুধবার সকালে করোনা ফোকাল পারসন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনায় মৃত ছয় জনের মধ্যে তিন জনের বাড়ি খুলনায়। বাকিদের মধ্যে দুই জনের বাড়ি বাগেরহাটে ও একজনের বাড়ি যশোরে। সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে ১০১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ১৯ জন।’

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৮১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। খুলনা জেলার ১৯৩টি নমুনা পরীক্ষা করে ৪৯ জন কোভিড পজিটিভ পাওয়া গেছে। খুলনায় জেলায় শনাক্তের হার ২৫ দশমিক ৩৯ শতাংশ। খুলনায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৫১ জন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago