বিশ্বব্যাংক নয়, সরকারের প্রাক্কলনের চেয়ে বেশি হবে জিডিপি প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী

ahm mustafa kamal
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: ফাইল ফটো/ সংগৃহীত

জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক নয়, সরকার যে প্রাক্কলন করেছে তার চেয়ে বেশি অর্জিত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিশ্বব্যাংক গতকাল তাদের এক বৈশ্বিক প্রতিবেদনে আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি পাঁচ দশমিক এক শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।

এ বছর সরকারের লক্ষ্যমাত্রা সাত দশমিক দুই শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতির সাম্প্রতিক যে গতিধারা, তাতে এই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে সাউথ এশিয়া ও সাউথ-ইষ্ট এশিয়ার সবদেশের উপরে আমরা থাকবো।’

বিশ্বব্যাংকের পূর্বাভাস কোনো দিন মিলেছে কি না প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘আমরা ২০২১-২২ অর্থবছরে যে প্রোজেকশন করেছি তা অর্জন করতে পারবো বলে বিশ্বাস রাখি।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘অর্থনীতির যে সাম্প্রতিক গতিধারা তাতে এই অর্থবছরে যে লক্ষ্যমাত্রা ছয় দশমিক এক শতাংশ, তারচেয়ে বেশি অর্জিত হবে।’

বিশ্বব্যাংকের পূর্বাভাস, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে তিন দশমিক ছয় শতাংশ।

 

আরও পড়ুন:

২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.১ শতাংশের পূর্বাভাস বিশ্বব্যাংকের

Comments

The Daily Star  | English

Trump announces a US trade deal with Vietnam

US would set rates on many Vietnamese exports at 20%; US cars may get preferential access to Vietnam's market.

1h ago