বেনজেমার ইনজুরি 'নাটকীয় কিছু' নয়
ম্যাচের বয়স তখন ৪১ মিনিট। এক প্রান্তে পায়ে হাত রেখে দাঁড়িয়ে আছেন করিম বেনজেমা। পরে হাতের ইশারায় জানালেন আর খেলতে পারবেন না তিনি। বাধ্য হয়েই বিরতির মিনিট চার আগে খেলোয়াড় বদল করতে হয় কোচকে। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এ রিয়াল মাদ্রিদ তারকা।
তাতে বড় দুশ্চিন্তার ছাপ পড়েছিল বেনজেমা ভক্তদের কপালে। এতো প্রতীক্ষার পর ইউরোর সামনে এসে কী কোনো দুঃসংবাদ শুনতে হবে। তবে সবার দুশ্চিন্তা কমিয়ে দিয়েছেন কোচ দিদিয়ের দেশম। বেনজেমার ইনজুরি 'নাটকীয় কিছু' নয় বলেই জানিয়েছেন এ কোচ।
মঙ্গলবার রাতে স্তাদে দি ফ্রান্সে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসিরা। ২৯তম মিনিটে আতোঁয়ান গ্রিজমানের গোলে এগিয়ে যায় দলটি। পরে বেনজেমার বদলি নামা অলিভার জিরুদ ম্যাচের শেষ দিকে করেন জোড়া গোল। তাতেই বড় জয়ের সন্তুষ্টি নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সেরে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রীতি ম্যাচ দিয়ে ছয় বছর পর এবার জাতীয় দলে ফিরেছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ পারফরম্যান্স করায় দলে ডাক পান তিনি। লস ব্লাঙ্কসদের এবার প্রায় একাই টেনে নিয়েছিলেন। তাই ইউরোকে সামনে রেখেই তাকে ডাকেন দেশম। সেই খেলোয়াড় যদি এ সময়ে ইনজুরি হয়ে যান তবে তা বড় নাটকীয় হতো বলে মনে করেন এ ফরাসি।
শেষ পর্যন্ত অবশ্য এমন কিছু হয়নি। ঝুঁকি এড়াতেই বিরতির আগে তিনি মাঠ ছাড়েন বলে জানান কোচ, 'এটা একটা নক। সে হাঁটুর উপরের পেশীতে ভালো একটি আঘাত পায়। সে অনুভব করে যে এটা আরও খারাপ হতে পারে তাই ঝুঁকি নেওয়া ঠিক হবে না।'
তবে তাকে নামিয়ে না নিলে ইউরোতে তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো বলে জানান দেশম, 'জীবনে অনেক খারাপ কিছুই হতে পারে। মেডিক্যাল স্টাফরা তার সঙ্গে রয়েছেন। তারা অনেক উঁচু মানের। আমরা সঠিক সিদ্ধান্তটি নিয়েছি এবং প্রতিদিন আতঙ্কের মধ্যে থাকতে চাই না যে এখন ও কেমন আছে। এসব হজম করা কঠিন। এবং আপনাকে এসব নিয়ে ডিল করতে হবে। তবে আজ কোনো নাটকীয় কিছু হয়নি।'
আগামী মঙ্গলবার ইউরোর সবচেয়ে সফল দল জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের অভিযান। এবার শক্তিশালী গ্রুপে পড়েছে দলটি। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও এক সময়ের পরাশক্তি হাঙ্গেরি।
Comments