মোংলা পৌরসভায় আগামীকাল থেকে ১ সপ্তাহের কঠোর লকডাউন
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে বাগেরহাটের মোংলা বন্দর পৌরসভায় আগামীকাল বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জেলা করোনা মনিটরিং কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৩০ মে থেকে মোংলা বন্দর পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল মোংলা উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, গত ১৫ দিনে বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের হার উদ্বেগজনক হারে বেড়েছে। মোংলা বন্দর পৌরসভায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। সংক্রমণের হার কমাতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত মংলা বন্দর পৌরসভায় কঠোর লকডাউন দেওয়া হয়েছে।
লকডাউন চলাকালে পৌর এলাকায় সব ধরণের গণপরিবহণ, শপিংমল, হোটেল-রেস্তোরাঁ, ফেরি, ট্রলার চলাচল বন্ধ থাকবে। তবে, জরুরি ফেরি-ট্রলার চলাচলের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হবে। জরুরি পরিস্থিতিতে কেবল খাবার হোটেলগুলি থেকে খাবার নেওয়া যেতে পারে। পুলিশ, জেলা-উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের পাশাপাশি কোস্টগার্ড স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে থাকবে।
এদিকে, গত ৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত মোংলায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ সময়ের মধ্যে ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে, সংক্রমণের হার প্রায় ৪৪ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত চার জন মারা গেছেন।
তিনি জানান, সংক্রমণ রোধে বাগেরহাট স্বাস্থ্য বিভাগ সব বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম চলছে। এ ছাড়া, জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাগেরহাট সদর হাসপাতালসহ সব হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।
Comments