সেমি-ফাইনালে নাদালের সামনে জুকোভিচ
রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনের সেমি-ফাইনাল নিশ্চিত করেছিলেন আগেই। এবার মাত্তেও বের্রেত্তিনিকে হারিয়ে তার সামনে দাঁড়ানো নিশ্চিত করলেন নোভাক জুকোভিচ।
প্যারিসে বুধবার রাতে বিশ্বের এক নম্বর টেনিস তারকা জুকোভিচ বের্রেত্তিনিকে ৬-৩, ৬-২ ও ৬-৭, ৭-৫ সেটে হারিয়েছেন। নিশ্চিত করেছেন নিজের ৪০তম গ্র্যান্ড স্লাম সেমি। ফলে এই নিয়ে ৫৮তম বারের মতো কোন গ্র্যান্ড স্লামের সেমিতে মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই টেনিস তারকা।
জুকোভিচ-বের্রেত্তিনি ম্যাচ দেখতে এদিন উপস্থিত ছিলেন পাঁচ হাজার দর্শক। ফ্রান্সে রাত ১১টায় কারফিউ দেওয়া হলে খেলা বন্ধ থাকে ২০ মিনিট। বের করে দেওয়া হয় সব দর্শক।
ম্যাচ জেতার পর প্রতিক্রিয়ায় সার্বিয়ান তারকা বলেন, দর্শকদের বের করে দেওয়ার পর ছন্দ পাওয়া সহজ ছিল না, ‘সব ভক্তরা চলে যাওয়ার পর ছন্দ ফিরে পাওয়া সহজ ছিল না। আমার জন্যে এটা ছিল কঠিন ম্যাচ।’
‘এটা ছিল দারুণ এক লড়াই। এমন একজনের বিপক্ষে যে কিনা খুব শক্তিশালী এবং ভালো সার্ব করে। হয়ত বিরতির সময়টায় আমি শেষ হয়ে যেতে পারতাম। যাইহোক শেষ পর্যন্ত জিততে পেরে খুশি।’
শুক্রবার রোলা গ্যারোতে ফাইনালে উঠার লড়াইয়ে নামবেন নাদাল-জুকোভিচ।
Comments