মুম্বাইয়ে ভবন ধসে শিশুসহ নিহত ১১

ভারতের মুম্বাইয়ে দোতলা ভবন ধসে আট শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত সাত জন আহত হয়েছেন। এখনও অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন।

এনডিটিভি জানায়, গতকাল রাতে মুম্বাইয়ের মালাডে এলাকায় এক বস্তিতে এই দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানান, ভবনটি ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। মুম্বাই সিভিক বডি-বিএমসি দুর্ঘটনাস্থলের পাশের আরও একটি তিন তলা ভবন থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে। ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলে জানান তারা।

হাসপাতালের এক চিকিৎসক এনডিটিভিকে বলেন, ‘মোট ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে ১১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’

স্থানীয় পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। তাদের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন।

বিএমসি বিপর্যয় পরিচালনা সেল সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে এই ঘটনাটি রিপোর্ট করা হয়। বিজেপির মুখপাত্র রাম কদম এ ঘটনাকে ‘অবহেলার কারণে মৃত্যু’ হিসেবে উল্লেখ করেছেন।

Comments

The Daily Star  | English

4 die in bike collision near Padma Bridge

Four people died in a head-on collision between two motorcycles near the Padma Bridge’s South Toll Plaza in Jajira upazila of Shariatpur last night.

4h ago