‘পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় বাংলাদেশি ও রোহিঙ্গারা জড়িত’

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ‘বাংলাদেশি ও রোহিঙ্গারা জড়িত’ বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

হিন্দুস্তান টাইমস জানায়, গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছেন শুভেন্দু।

দিল্লিতে বৈঠক শেষে সাংবাদিকদের শুভেন্দু বলেন, ‘‌আমি মোদিজিকে বলেছি, রাজ্যে বিজেপি কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। ২৫ জন নারীকে ধর্ষণ করা হয়েছে। এসব অপরাধে বাংলাদেশি ও রোহিঙ্গারা যুক্ত। হাজারো মানুষ ঘরছাড়া হয়েছেন। পূর্ব বর্ধমানের আউশগ্রামে ২৬টি পরিবার জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে।’‌

পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। ওই বৈঠকেও পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর এই বৈঠকের প্রতিক্রিয়ায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, আত্মরক্ষার জন্য দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন শুভেন্দু।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, শুভেন্দু আসলে বিজেপিতে গিয়ে ফেঁসে গেছেন।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago