১৬৩ ইউপি ৯ পৌরসভার নির্বাচন স্থগিত, পেছাল ৩ উপনির্বাচনের তারিখ

করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৬৩টি ইউনিয়ন পরিষদ ও নয়টি পৌরসভা নির্বাচনের ভোগগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দাকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
স্টার ফাইল ফটো

করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৬৩টি ইউনিয়ন পরিষদ ও নয়টি পৌরসভা নির্বাচনের ভোগগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দাকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ১৬৩টি ইউনিয়ন পরিষদ এবং নয়টি পৌরসভার ভোট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’

হুমায়ুন কবীর আরও বলেন, ‘সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সুপারিশ, স্থানীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রতিবেদন পযালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ ছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ১৪ জুলাই অনুষ্ঠেয় ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচন তারিখ পেছানো হয়েছে। আগামী ২৮ জুলাই এই তিন আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

47m ago