ঢামেক থেকে গ্রেপ্তার ২৪ দালালের ১ মাসের কারাদণ্ড

ঢামেক থেকে গ্রেপ্তার ২৪ দালালকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে ২৪ জন দালালকে গ্রেপ্তার করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের পর তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ঢামেক হাসপাতালে অভিযান চালিয়ে ২৪ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকের কাছে প্রেসক্রিপশন ও ডায়গনস্টিক সেন্টারের ব্লাড রিপোর্ট পাওয়া গেছে। তাদের সর্বোচ্চ এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।’

তিনি জানান, এই দালাল বা মধ্যস্থকারীরা হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারীদের দৈনন্দিন কাজকর্মে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ও ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে হাসপাতালের কোন কর্মচারী আছেন কিনা? এমন প্রশ্নের জবাবে পলাশ কুমার বলেন, ‘দুই একজন স্টাফকে প্রথমে আটক করা হয়েছিল। তবে তাদের আইডি কার্ড দেখে ও হাসপাতালের সহকারী পরিচালক এর সত্যতা যাচাইয়ের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।’

যোগাযোগ করা হলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম বলেন, ‘এখানে গ্রাম থেকে অধিকাংশ রোগি সুচিকিৎসার জন্য আসে। আমরা চাইনা তারা হয়রানির শিকার হোক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

সরকারি কোন কর্মচারী এসব দালালদের সঙ্গে জড়িত আছেন কিনা? এমন প্রশ্নের জবাবে আশরাফুল আলম বলেন, ‘আমাদের কাছে যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ দেয়, তাহলে আমরা অবশ্যই তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

Comments

The Daily Star  | English
yunus tarique meeting begins in london

Yunus and Tarique meet in London

The highly anticipated meeting at The Dorchester lasted about an hour and a half

2h ago