চাঁদপুরে ১০ দিনে ১৮৮ অবৈধসহ ২৬৪ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
চাঁদপুর শহরে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের বিশেষ অভিযানে গত ১০ দিনে ২৬৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এর মধ্যে ছয়টি বাণিজ্যিক ও ২৫৮টি আবাসিক গ্যাস সংযোগ ছিল।
মাত্র ১০ দিনের এই অভিযানের চাপে গ্রাহকদের কাছ থেকে আদায় হয়েছে বকেয়া প্রায় দেড় কোটি টাকা।
বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড সূত্রে জানা যায়, আবাসিক গ্যাস সংযোগগুলোর মধ্যে ৭০টি বকেয়া থাকায় এবং বাকি ১৮৮টি অবৈধ গ্যাস সংযোগ হওয়ায় বিচ্ছিন্ন করা হয়েছে।
এই অভিযানে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটির ২১টি বিশেষ টিম। প্রতিটি টিমে চার জন করে মোট ৮৪ জন অভিযান পরিচালনা করছেন।
জানা যায়, চাঁদপুর বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের আওতায় চাঁদপুর সদর, হাজীগঞ্জ, শাহরাস্তি এবং মতলব দক্ষিণে ২৩ হাজার ৮৫০টি আবাসিক, ২০৬টি বাণিজ্যিক, পাঁচটি সিএনজি, তিনটি ক্যাপটিক, একটি পাওয়ার এবং দুটি ইন্ডাস্ট্রির সংযোগ রয়েছে।
কিন্তু কিছু ঠিকাদার ও প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে দেওয়া হয়েছে অসংখ্য অবৈধ সংযোগ। এর ফলে লাখ লাখ টাকার রাজস্ব বঞ্চিত সরকার।
বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড চাঁদপুরের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মো. মাহমুদুজ্জামান বলেন, ‘চাঁদপুরে অবৈধ গ্যাস সংযোগের কারণে ইতোমধ্যে একযোগে এখানকার ১৯ কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়েছে। আমাদের চলতি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।’
Comments