এমপিকে দলীয় পদ থেকে বহিষ্কারের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
কক্সবাজার জেলা আওয়ামী লীগের পদ থেকে কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলমকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে তার সমর্থকরা।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে তারা এই ব্যস্ত মহাসড়কটি অবরোধ করে রেখেছে। এতে করে মহাসড়কের দুপাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গতকাল কক্সবাজার জেলা আওয়ামী লীগের এক সভায় সংসদ সদস্য জাফর আলমকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তার বিরুদ্ধে চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়।
এই অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য জাফর আলম বলেন, দলের ভেতরে কিছু মানুষ নিজেদের আধিপত্য তৈরি করতে জোটবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লেগেছে।
তবে, এ বিষয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কোনো নেতার মতামত পাওয়া যায়নি।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তৌফিকুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্থানীয়রা বৃহস্পতিবার রাত ৯টা থেকে রাস্তা অবরোধ করে রেখেছে।’
তিনি আরও বলেন, ‘অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
Comments