রামেক হাসপাতালের করোনা ইউনিটে এক সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু ৪

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন, বাকি তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এক সপ্তাহে এক দিনে এটি সবচেয়ে কম মৃত্যু।

আজ শনিবার সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন জন রাজশাহীর বাসিন্দা।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ০৭ শতাংশ।’

সূত্র জানিয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২৮৯ জন। রাজশাহীর বাসিন্দা ১২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২০ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ২৪, পাবনার পাঁচ জন ও একজনের বাড়ি কুষ্টিয়ায়। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৫ জন। এর মধ্যে ১৪ জন রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জের আট জন, নাটোরের দুই জন ও একজন পাবনার অধিবাসী। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।

Comments