বেগমগঞ্জে হাতকড়াসহ অপহরণ মামলার আসামির পলায়ন
নোয়াখালীর বেগমগঞ্জে গ্রেপ্তারের পর অপহরণ মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই আসামি পালানোর পর ২৪ ঘণ্টা পার হলেও, এখনও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আজ শনিবার বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা করেছে।
বেগমগঞ্জ মডেল থানা সূত্র জানায়, অপহরণ মামলার আসামি বেগমগঞ্জ উপজেলার আলইয়ারপুর ইউনিয়নের ভব ভদ্রি গ্রামের বাসিন্দা মো. বাবু (২৬) কে গ্রেপ্তারে শুক্রবার বিকেলে বেগমগঞ্জ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। তাকে গ্রেপ্তার করার পর হাতকড়া পড়িয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামি বাবু হাতকড়াসহ পালিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম বলেন, 'বাবুকে গ্রেপ্তারের পরপরই হাতকড়া পরানো হয়। পরে, হঠাৎ সে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
Comments