রাজশাহীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে ৫৩.৬৭, মৃত্যু ১৩

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৬৭ শতাংশে। একই সময়ে মারা গেছেন ১৩ জন।
করোনাভাইরাস
ছবি: সংগৃহীত

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৬৭ শতাংশে। একই সময়ে মারা গেছেন ১৩ জন।

আজ রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৪১ জনকে পরীক্ষার পর ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৩ দশমিক ৬৭ শতাংশ।

গতকাল শনিবার শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৩৪ শতাংশ। গত এক সপ্তাহে এই হার ছিল ৪০ শতাংশের আশেপাশে।

হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের ‍মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয় জন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন।

মৃতদের মধ্যে সাত জনের বয়স ৬০ বছরের এর নিচে এবং ছয় জনের বয়স ৬০ বছরের বেশি।

Comments