ওয়ান স্টপ সার্ভিস চালু করল বিসিক

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করেছে।

আজ রোববার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বল রুমে এই সার্ভিসের উদ্বোধন করা হয়।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান।

ওয়ান স্টপ সার্ভিস চালুর ফলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পোদ্যোক্তারা বিসিকের মাধ্যমে ট্রেড লাইসেন্স, জমি নিবন্ধন, নামজারি, পরিবেশ ছাড়পত্র, নির্মাণ অনুমোদন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ, টেলিফোন সংযোগ, বিস্ফোরক লাইসেন্স, বয়লার সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট সব সেবার জন্য অনলাইনে আবেদন এবং এক জায়গা থেকেই এসব সেবা পাবেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধনের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে বিসিক। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ওয়ান স্টপ সার্ভিসের বিকল্প নেই।’

বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান বলেন, ‘ওয়ান স্টপ সার্ভিস চালুর ফলে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এতে বিসিক শিল্পনগরীগুলোতে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে ও দেশে পরিবেশ বান্ধব শিল্পায়ন গতিশীল হবে।’

তিনি আরও বলেন, ‘২০৪১ সালে পরিবেশ বান্ধব শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ফলে রপ্তানি বহুমুখীকরণ হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল হোসেন মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

২০৩০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ২০ হাজার একর জমিতে ৫০টি পরিবেশ বান্ধব শিল্পপার্ক স্থাপনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে বিসিক।

বিসিকের ৭৬টি শিল্পনগরীতে প্রায় ৬৭ লাখ মানুষ কর্মরত রয়েছেন। সেখানে এ পর্যন্ত মোট ৬৩ হাজার ৩১৮ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

4h ago