কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আবার শুরু
শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিণ্ডিকেট সভার অনুমোদনে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু হয়েছে।
আজ রোববার সকালে সরকারি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলমান এ পরীক্ষা কার্যক্রম শুরুর ফলে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন হলো। ফলে, শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বস্তি ফিরে আসবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে।
উল্লেখ্য, প্রথম দিনের পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের পরীক্ষার্থীরা অংশ নেন।
Comments