আর্জেন্টিনার বিপক্ষে থাকছেন না সানচেজ
প্রতিপক্ষ যদি আর্জেন্টিনা হয় তাহলে বরাবরই দুর্দান্ত খেলেন আলেক্সিস সানচেজ। তার নৈপুণ্যে অনেক ম্যাচেই হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইনরা। তবে এবার লিওনেল মেসিদের জন্য সুখবর কোপা আমেরিকার প্রথম ম্যাচে তাদের বিপক্ষে থাকছেন না সানচেজ। অনুশীলন করতে গিয়ে চোট পাওয়ায় আসরের শুরুর দিকে পাচ্ছে না চিলি।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সানচেজের চোটের কথা জানিয়েছে চিলিয়ান ফুটবল বোর্ড। আগের দিন অনুশীলনের শেষ দিকে পায়ের মাংস পেশীতে চোট পেয়েছেন এ ইন্টার মিলান তারকা। ফলে সোমবার আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে দলটি।
তবে শুধু আর্জেন্টিনার বিপক্ষেই নয়, শঙ্কা রয়েছে পরের তিন ম্যাচ নিয়েও। আগামী ১৮ জুন বলিভিয়ার বিপক্ষে নামবে চিলি। এরপর ২১ জুন তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। আর ২৪ জুন প্যারাগুয়ের মোকাবেলা করবে তারা।
সবমিলিয়ে পুরো গ্রুপ পর্বে সানচেজ পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও তাকে বাদ দিচ্ছে না চিলি। কোয়ার্টার ফাইনালে তাকে পাওয়ার আশায় রয়েছে দলটি। তাই বর্তমানে দলের সঙ্গে থেকেই চিকিৎসা চালিয়ে যাবেন এ নেরারুজ্জি ফরোয়ার্ড।
চিলির হয়ে এখন পর্যন্ত ১৩৭টি ম্যাচ খেলেছেন সানচেজ। গোল করেছেন ৪৬টি। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তার গোলেই ড্র করে চিলি। ১১ বছর পর চলতি মৌসুমে ইন্টার মিলানের সিরিআ জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
আজ রোববার রাত থেকেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। তবে চিলির আসর হবে আগামীকাল সোমবার থেকে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
Comments