ঢাকায় পৌঁছেছে ৬ লাখ ডোজ সিনোফার্ম টিকা
চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ ডোজ সিনোফার্ম করোনার টিকা আজ বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মো. শামসুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালানটি এসে পৌঁছেছে।
বাংলাদেশ বিমান বাহিনীর দুটি উড়োজাহাজ আজ সকালে চীন থেকে এই টিকা নিয়ে রওনা হয়েছিল। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, উড়োজাহাজ দুটি সকাল ১০টায় (বাংলাদেশ সময়) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
এ নিয়ে দ্বিতীয় দফায় চীন থেকে উপহার হিসেবে টিকা পেল বাংলাদেশ। এর আগে গত ১২ মে চীন থেকে পাঁচ লাখ ডোজ সিনোফার্ম টিকা দেশে এসেছিল। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এখন সেই টিকা প্রয়োগ করা হচ্ছে।
আরও পড়ুন:
সিনোফার্মের টিকা কিনতে চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন
সিনোফার্ম থেকে ভ্যাকসিন কিনবে সরকার
ভ্যাকসিনের জন্য চীনের সঙ্গে নন-ডিসক্লোজার চুক্তি সই
বাংলাদেশ চীন থেকে টিকা কিনতে চায়, কোনো জটিলতা নেই: পররাষ্ট্রমন্ত্রী
Comments