বৃষ্টি আইনে জিতল গাজী গ্রুপ, মোহামেডানের ম্যাচ পরিত্যক্ত

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে সোমবার বিকেএসপির দুপুরের দুই ম্যাচেই পড়ে বৃষ্টির কবলে। তবে তিন নম্বর মাঠে ঠিকই ফল বের করে নেয় গাজী গ্রুপ।
Soumya Sarkar
ফাইল ছবি: বিসিবি

দুর্বল পারটেক্স স্পোর্টিং ক্লাবকে অল্প রানে আটকে ফেলা গাজী গ্রুপ ক্রিকেটার্সকে আটকাতে পারেনি বৃষ্টি। বৃষ্টি নামার আগেই নূন্যতম ৫ ওভার খেলে জেতার কাজটা করে ফেলেছে তারা। তবে ব্রাদার্সের বিপক্ষে নিজেরা ব্যাট করতে পারলেও বৃষ্টির জন্য বল করতে নামা হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে সোমবার বিকেএসপির দুপুরের দুই ম্যাচেই পড়ে বৃষ্টির কবলে। তবে তিন নম্বর মাঠে ঠিকই ফল বের করে নেয় গাজী গ্রুপ।

পারটেক্সকে আগে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ১০৯ রানে আটকে রাখে গাজী। পরে ৫.৩ ওভার ব্যাট করার সুযোগ পায় তার। এতেই হয়ে যায় কাজ। ১ উইকেটে ৪৭ রান করায় বৃষ্টি আইনি ১৫ বল আগেই জয় নিশ্চিত হয় তাদের।

ওই ৪৭ রানের মধ্যে মাত্র ১৩ বলে ৩৩ করেন শেখ মেহেদী হাসান। এই জয়ে মোহামেডানকে সরিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করতে গিয়ে ছোট ছোট ইনিংসে এগিয়েছে মোহামেডান। আব্দুল মজিদ ৩৫ বলে ৩৫, মাহমুদুল হাসান ৩১ বলে করেন ২৮। কিপার ব্যাটসম্যান ইরফান শুক্কুর ১৩ বলে করেন ১৯ রান। অধিনায়ক শুভাগত হোম ৭ বলে ১৫ করলে ১৪৩ রান করে মোহামেডান।

প্রবল বৃষ্টির পরে মাঠ ভেজা থাকায় ব্যাট করতে নামতে পারেনি ব্রাদার্স। দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করায় মোহামেডান ১১ পয়েন্ট নিয়ে পাঁচে আর ব্রাদার্স ১০ পয়েন্ট নিয়ে থাকল ছয় নম্বরে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago