গুলশান পুলিশ ‘রিকুইজিশন’ দিলে বসুন্ধরার এমডির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা: ডিবি

সায়েম সোবহান আনভীর। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের ফ্ল্যাটে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় গুলশান পুলিশ অনুরোধ করলে গোয়েন্দা পুলিশ (ডিবি) বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম-কমিশনার (উত্তর) হারুন অর রশিদ এ কথা জানান।

চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির করা মামলায় উত্তরা থেকে পাঁচ জনকে গ্রেপ্তারের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধারের পর তার বোন বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা করেন। আনভির এখনও গ্রেপ্তার না হওয়ায় ওই তরুণীর পরিবারের সদস্যরা অসন্তোষ প্রকাশ করেছেন।

পরীমনির মামলায় আসামিদের দ্রুত গ্রেপ্তার হলেও, সায়েম সোবহান আনভীরকে কেন এখনও গ্রেপ্তার করা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘হ্যাঁ, আমরা খুব অল্প সময়ের মধ্যে মামুনুল হকসহ সবাইকে গ্রেপ্তার করেছি। মামলার প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা যদি রিকুইজিশন দেয়, আমাদের অনুরোধ করেন, আমরা তাত্ক্ষণিক ব্যবস্থা নেই।’

তিনি বলেন, ‘আনভীরের মামলায় গুলশান পুলিশ যদি রিকুইজিশন দেয়, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

আরও পড়ুন:

কলেজশিক্ষার্থীর মৃত্যু: নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দিতে পারছে না পুলিশ

কলেজশিক্ষার্থীর মৃত্যু: তদন্তের অগ্রগতি নিয়ে পরিবারের অসন্তোষ

গুলশানে মৃত কলেজশিক্ষার্থী: প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত, পুলিশ এখনো পায়নি

অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় হতাশ কলেজশিক্ষার্থীর পরিবার

‘গুরুত্বপূর্ণ প্রমাণ আছে কলেজশিক্ষার্থীর ডায়েরিতে’

বসুন্ধরা এমডির আগাম জামিন শুনানি হচ্ছে না

আগাম জামিন আবেদন করলেন সায়েম সোবহান আনভীর

বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

গুলশানে ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

 

Comments

The Daily Star  | English

CEC urges officials to ensure neutrality as polls preparations advance

He reiterates that the commission is advancing steadily with election preparations

41m ago