সরকার ফড়িয়াদের থেকে ধান সংগ্রহ করবে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সরকার ফড়িয়াদের কাছ থেকে ধান সংগ্রহ করবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ সোমবার সচিবালয়ে ‌‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২১ এর রাজশাহী ও রংপুর বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায়’ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সভায় খাদ্যমন্ত্রী বলেন, ‌‘সরকার ফড়িয়াদের কাছ থেকে ধান সংগ্রহ করবে না। প্রকৃত কৃষকের ধান কেনাই খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া কেউ যেন খাদ্য মজুত না করে সেটি মনিটরিং করতে হবে।’

মিলাররা যেন নির্ধারিত সময়ে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করেন, তা নিশ্চিত করতে তিনি খাদ্য কর্মকর্তাদের সজাগ থাকার আহবান জানান।

এ সময়  তিনি আগামী ৩০ জুনের মধ্যে সংগ্রহ লক্ষ্যের ৭৫ শতাংশ অর্জন করার নির্দেশ দেন।

বোরো সংগ্রহ ব্যর্থতায় কোন অজুহাত চলবে না উল্লেখ করে তিনি বলেন, ‌‘যারা ইতোমধ্যে সংগ্রহ অভিযানে লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে, তাদের নতুন করে বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে যাদের অগ্রগতি সন্তোষজনক নয় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘মিলাররা কেন চাল সরবরাহে গড়িমসি করছেন, তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের খতিয়ে দেখতে হবে। মাঠ পর্যায়ের তথ্য সঠিক হলে পরিকল্পনা করা সহজ হয়।’

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে বাজার ও মিলগেট মনিটরিং কাজে খাদ্য কর্মকর্তাদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘মনে রাখতে হবে খাদ্য অধিদপ্তর ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। যে কোন দুর্যোগে এ সংগ্রহ করা খাদ্যশস্য মূল ভূমিকা রাখে।’

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

9h ago